ভাঙা গাড়ি নিয়েই খালেদার জনসংযোগ
প্রকাশিত হয়েছে : ২:০৫:৫১,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: টানা চতুর্থ দিনের মত ঢাকা সিটি নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে সোমবারের হামলায় ভাঙা গাড়ির বহর নিয়েই প্রচারণায় বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেল ৫ টা ২২ মিনিটে তিনি নিজের গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে বের হন।
প্রচারণায় নেমে জনগণের কাছে ভোট চাইতে শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার হামলার শিকার হলেও নির্বাচনী প্রচারণা চালানো থেকে বিরত থাকেননি বিএনপি নেত্রী।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর শাহাজানপুর রেলওয়ে মার্কেটে প্রবেশ করে ‘মগ’ মার্কায় মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে শুরু করেন বিএনপি চেয়ারপারসন। তিনি পূর্বের মত আজও নিজ হাতে লিফলেট বিতরণ করে সবার কাছে ভোট চাইছেন।
এসময় শাজাহানপুর এলাকায় বিপুল সংখ্যাক বিএনপি নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ে।
তার গাড়িবহর এ পর্যন্ত রাজধানীর কোথাও বাধা না পেলেও বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তার গাড়িবহরকে স্বাগত জানিয়ে সেøাগান দিয়েছে।
সোমবারের হামলায় ভাঙ্গা গাড়ির বহর নিয়েই মঙ্গলবার তিনি প্রচারণায় বের হয়েছেন। আজ কোন পুলিশ প্রটেকশন না থাকলেও ছাত্রদল সভাপতি রাজীব আহসান এর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলে ছাত্রদলের নেতাকর্মীরা তার গাড়িবহরের সঙ্গে রয়েছে।