ব্যতিক্রমধর্মী গান নিয়ে আসছেন দেবাশীষ
প্রকাশিত হয়েছে : ১১:৩১:৩০,অপরাহ্ন ১৬ জুন ২০১৫
বিনোদন ডেস্ক:: ব্যতিক্রমধর্মী গান নিয়ে সঙ্গীতজগতে প্রবেশ করছেন ব্যতিক্রম দেবাশীষ। আগামী শ্রাবন মাসের ১২ তারিখ আসছে তাঁর প্রথম এ্যালবাম ‘প্রথম চুমুর দিব্যি’। ব্যতিক্রমধর্মী পাঁচটি গান নিয়ে তৈরি করা হয়েছে এই এ্যালবামটি। এই এ্যালবামে কথা সুর এবং কন্ঠ দিয়েছেন দেবাশীষ সমদ্দার নিজেই। আর সঙ্গীতায়োজনে আছেন বাপ্পা মজুমদার ও দেবাশীষ। গানগুলো হচ্ছে-প্রথম চুমুর দিব্যি, শ্রাবন, মান করিসনা, দ্বীপান্বীতা, চৈত্রের শেষে বৃষ্টি।
এ্যালবামটি প্রকাশিত হচ্ছে বাংলাদেশ ও বৃট্রেনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান মেলোডিয়া ভিস্তা’র ব্যানারে। পর্যায়ক্রমে গানগুলো তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি ও হিন্দি) প্রকাশিত হবে।
এই সার্বিক বিষয় সম্পর্কে মেলোডিয়া ভিস্তা’র ব্রিটেন প্রতিনিধি কমল পাল জানান, গানগুলোর অসাধারণত্বের জন্য গানগুলোকে প্রকাশ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আশাকরি শ্রোতাদের কাছে গানগুলো উপভোগ্য হবে।
এদিকে বাংলাদেশের প্রতিনিধি মাহফুজুল ইসলাম সাইমুম বলেন, গানগুলো এককথায় অসাধারণ! আমরা বিশ্বাস করি শ্রোতারা গানগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাবেন। ইতিমধ্যেই গানের অডিও তৈরির কাজ প্রায় শেষ এবং এরই ফাঁকে আমরা গানের ভিডিও চিত্র ধারণের কাজ শুরু করেছি।
এই এ্যালবাম সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, গানগুলো অসাধারণ। ওর মাদকতাপূর্ন গলায় গাওয়া গানগুলো শুধু আনন্দই দেবেনা কখনও কখনও ভাবাবেও। ওর সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, এ্যালবামটি বিশ্বজুড়ে প্রকাশিত হতে যাচ্ছে। এ্যালবামটির অনলাইন মার্কেটিং করবে আই টিউনস, সনি এন্টারটেইনমেন্ট, গুগল প্লে, ভেভো, ইউ টিউব, টিডাল এবং জেবিএল সহ বিশ্বখ্যাত কোম্পানি সহ অনেক অডিও ভিজ্যুয়াল কোম্পানি। এছাড়াও ফিজিক্যাল মার্কেটিং করবে এ্যামাজন এম্পিথ্রি। এছাড়াও এ্যালবামের লভ্যাংশের অর্ধেক দান করা হবে আর্ত মানবতার সেবায়।