বোদায় ৩ দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭:৩২:২৩,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ‘খরচ করব স্যানিটেশন খাতে, সুস্থ জীবন আমার হাতে’ এই স্লোগান নিয়ে বোদায় ৩ দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলার উদ্বাধন করেন পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সামসুল আজম। এনজিও ফোরাম ও সুচনা সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ৩ দিনব্যাপী পরিবশে ও ওয়াটসান মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সামসুল আজম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আহাদ আলী, পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলতাফুর রহমান, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান, বেংহারী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বর্মন ও এনজিও ফোরামের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রেজাউল করিম।
এ সময় সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি পরিবেশ ও ওয়াটসান মেলার স্টলগুলো পরিদর্শন করেন।