‘বৈধপথে শ্রমবাজার বন্ধ হয়নি’
প্রকাশিত হয়েছে : ১:৪৭:১৪,অপরাহ্ন ১৭ মে ২০১৫
নিউজ ডেস্ক::
লিবিয়া সরকারের অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ থেকে লোক নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বৈধপথে লিবিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে রবিবার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
গতকাল শনিবার লিবিয়ায় বাংলাদেশী শ্রমবাজার বন্ধ প্রসঙ্গে দেশটির সরকারের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। লিবিয়া সরকারের মুখপাত্র হাতেম উরাইবি বলেন,‘বাংলাদেশীদের অনেকেই লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তারা (বাংলাদেশী) লিবিয়ার ফার্মে কাজ করতে আসে। পরে অবৈধভাবে ইউরোপে যায়। সরকারের অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ থেকে লোক নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, যারা বৈধপথে লিবিয়ায় যাচ্ছে তাদের যাওয়া বন্ধ হয়নি। বরং যারা অবৈধপথে বিএমইটির (জনশক্তি রফতানী ও প্রশিক্ষণ ব্যুরো) ছাড়পত্র ছাড়া যাচ্ছে তাদের লিবিয়া সরকার ঢুকতে দেবে না। সুতরাং লিবিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। দুই সরকারের (বাংলাদেশ-লিবিয়া) মধ্যে জনশক্তি রফতানি ও আমদানি চালু আছে।
মানবপাচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মৃত্যুদণ্ডের বিধান রেখে আমরা জনগণের জন্য মানবপাচার আইন করেছি। এ আইনের বাস্তবায়ন হলে খুব ভাল হতো। কিন্তু এখনও এ ব্যাপারে জনসচেতনতা তৈরি হয়নি। জনগণ এগিয়ে আসে না। তারা নিজেরা মামলা করতে আসে না।
ব্রিফিংকালে মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, বিএমইটির ডিজি বেগম শামসুন নাহার উপস্থিত ছিলেন।