বৈঠক করলেন খালেদা-মোদি
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৫৭,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: একান্তে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা সফররত নরেন্দ্র মোদি। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শুরু হয়ে চলে প্রায় আধাঘণ্টা।
এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে একই স্থানে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বিকেল ৪টায় রওশন-মোদি বৈঠক শেষ হওয়ার পরই খালেদার সঙ্গে বৈঠকটি শুরু হয়।
নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে বিকেল পৌনে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে ঢোকেন খালেদা জিয়া। বেগম জিয়ার সঙ্গে হোটেলে যান বিএনপির তিন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও তরিকুল ইসলাম। এছাড়া আরো রয়েছেন চেয়ারপারসনের দুই উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। খালেদা জিয়াসহ এদের মধ্যে পাঁচজন মোদির সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন।
জানা গেছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সরকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশাসহ দেশে গণতন্ত্রের সঙ্কট চলছে- এমন চিত্র দেখিয়ে তা থেকে উত্তোরণে ভারত সরকারের সহযোগিতা চাইতে পারেন খালেদা জিয়া।