বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৫৯,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: হজযাত্রী নিবন্ধনের সময় সরকার ঘোষিত নতুন নিয়মে মুয়াল্লেম টিমের সঙ্গে বিমান ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
নয়াপল্টনে সোমবার সকালে হোটেল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ২০১৫ সালের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা দেন হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বাহার।
সেই সঙ্গে ২০১৫ সালের জন্য বেসরকারিভাবে কোরবানির টাকা ছাড়া ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকার সর্বনিন্ম হজ প্যাকেজ ঘোষণা করেন তিনি।এর বাইরে কোরবানির টাকা এবং অন্যান্য খরচ হাজিদের হাতে রাখতে হবে, যা এই প্যাকেজ টাকার সঙ্গে যুক্ত হবে না। আগামী ২২ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।
হজে যাওয়া নিশ্চিত করতে বিমানের টিকিট নিয়ে রেজিস্ট্রেশন করার যে ঘোষণা দিয়েছে সরকার, তা মানতে রাজি নয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটি বলছে, তারা বেসরকারি হজযাত্রীদের রেজিস্ট্রেশন করতে বিমানের টিকিটের টাকা সরকারি কোষাগারে আগাম জমা দেবে না।
ইব্রাহিম বাহার বলেন, হজযাত্রীদের মোয়াল্লেম ফি ৩০ হাজার টাকার বেশি এক পয়সাও সরকারকে দিতে রাজি নয় হাব। তিনি বলেন, গ্রামের মানুষ কীভাবে হজে যায়, তা শুধু তারাই জানেন। সচিবালয়ে বসে এটা বোঝা সম্ভব নয়। গ্রামের মানুষ জমি বেচে, বিদেশ থেকে সন্তানের পাঠানো টাকায় এবং ধান বিক্রি করে হজে যায়। একসঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা জোগাড় করা তাদের জন্য কষ্টকর। এ জন্য তারা শুধু মোয়াল্লেম ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক। বাকি টাকা আগামী জুন মাসের মধ্যে ৬ কিস্তিতে পরিশোধ করবেন তারা।
হাবের সভাপতি আরো দাবি করেন, গত বছর যেসব হজ এজেন্সি অনিচ্ছাকৃত ভুলের কারণে অভিযুক্ত হয়েছে, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। তবে অভিযুক্ত এজেন্সিগুলোর দুর্নীতি অনিয়মের দায়ভার নেবে না হাব। সরকার ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করলেও হাবভুক্ত হজ এজেন্সিগুলো হাজিদের খাবার সরবরাহের দায়িত্ব তাদের আওতায় রাখতে চায়।
ইব্রাহিম বাহার বলেন, ‘বাংলাদেশি হাজিরা সৌদি রান্না খেতে অভ্যস্ত নয়। তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে বক্স খাবার খেয়ে হজ পালন করতে পারবেন না। তবে হাবের সভাপতি স্বীকার করেছেন, অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে খাবার সরবরাহে এবং বিমান ফ্লাইট ও রেলের টিকিট সংগ্রহে ব্যর্থতার অভিযোগ রয়েছে।