বৃষ্টিতে এবার অদৃশ্য ছাতা!
প্রকাশিত হয়েছে : ১১:৩১:১৫,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: পথ চলতে চলতে হঠাত্ বৃষ্টি অথচ ভিজছেন না। ভাবছেন, এমনও আবার হয় না কি? এত দিন না-হলেও এ বার হবে। কিভাবে? খুব শিগগির বাজারে আসছে ‘অদৃশ্য ছাতা’।
পাইপের মতো দেখতে এই ছাতার মাথায় কোনও ওয়াটারপ্রুফ প্লাস্টিক নেই। তা-ও হাতে এই পাইপ আকৃতির ছাতা থাকলে, বিন্দুমাত্র জল পড়বে না শরীরে। তবে রোদের হাত থেকে এই ছাতা আপনাকে বাঁচাতে পারবে না।
এই অদৃশ্য ছাতার নাম দেওয়া হয়েছে এয়ার আমব্রেলা। পাইপের মতো দেখতে এই ছাতার ওপরের অংশটি বড়। হাওয়ার সাহায্যে আপনার ওপর জল পড়তে দেবে না এয়ার আমব্রেলা। এই ছাতার সবচেয়ে নীচে একটি সুইচ রয়েছে। তার ওপর কন্ট্রোলার, লিথিয়ম ব্যাটারি এবং মোটর।
কিভাবে কাজ করবে এই অদৃশ্য ছাতা? মোটর চালু হওয়ার পর তা নিচ থেকে হাওয়া টেনে নিয়ে ওপরে পাঠাবে। ওই হাওয়ার ধাক্কায় জল ব্যক্তির ওপর না-পড়ে কিছুটা দূরে গিয়ে পড়বে। এয়ার আমব্রেলার তিনটি মডেল রয়েছে।
এয়ার আমব্রেলা A প্রায় ৩০ সেন্টিমিটার লম্বা এবং এর ব্যাটারি ১৫ মিনিট পর্যন্ত চলবে। এয়ার আমব্রেলা B ৫০ সেন্টিমিটার এবং এয়ার আমব্রেলা C ৮০ সেন্টিমিটার লম্বা। এই দু’টি ছাতার ব্যাটারিই ৩০ মিনিট চলবে।
ক্রাউড ফান্ডিংয়ের জন্য কিকস্টার্টার প্রোজেক্ট হিসেবে এটি শুরু করা হয়েছিল। প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার ডলারের প্রয়োজন ছিল। তবে এই প্রকল্পটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে, লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি ১,০২,২৪০ ডলার ফান্ড পাওয়া যায়।
এই ছাতাটিকে আরও উন্নত করার কাজ চলছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এই ছাতার উত্ৎপাদন শুরু হবে। কিকস্টার্টার প্রোজেক্টে ৮৮ ডলার থেকে এর বিক্রি শুরু হয়েছিল।