বৃটেনে বিশাল মসজিদ নির্মাণে বিরোধিতা
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:০৫,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ব্রিটেনে বিশাল মসজিদ নির্মাণের বিরোধিতা করেছেন ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি বা ইউকেআইপি নেতা নিগেল ফারাজ। তিনি দাবি করেছেন, ব্রিটেনের মাটিতে বিশাল মসজিদ নির্মাণ করার ধারণাকে বড় মাপের চিন্তা বলা যাবে না। এর আগে ওয়েস্ট মিনল্যান্ড শহরে ১৮ মিটার উচ্চতার মিনারযুক্ত এ মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে কট্টর ডানপন্থি দল ইংলিশ ডিফেন্স লিগ বা ইডিএল।
এ দিকে ডাডলি নর্থ নির্বাচনী এলাকায়ও বিশাল মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা উস্কে দেয়া হয়েছে। কিন্তু লন্ডনের ইসলামিক স্টাডিজ বিষয়ক বিশেষজ্ঞ শাব্বির হাসান আলি বলেন, কোনো কোনো ব্রিটিশ রাজনীতিবিদ জনগণকে বিভক্ত করতে চাইছেন। এটি পশ্চিমাদের পুরানো নীতি উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বিভক্ত করতে পারলে রাজনীতিবিদরা নির্বিবাদে তাদের কাজ করে যেতে পারেন।
সূত্র:-রেতে