বুধবার দেশব্যাপী জামায়াতের হরতাল
প্রকাশিত হয়েছে : ৬:১৯:৩১,অপরাহ্ন ১৬ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: বুধবার দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায়ে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখা হলে দলটি এই হরতাল কর্মসূচি ঘোষণা করে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মুজাহিদের ভাই ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আহসান মোহাম্মদ খালেছ বাংলানিউজকে হরতালের বিষয়টি নিশ্চিত করেন।