বিয়ে ছাড়াই সন্তান চান সালমান!
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:৪২,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হিসেবে পরিচিত সালমান খান। কিন্তু কিছুতেই তার বিয়ের ফুল ফুটছে না। সালমান তাতে মোটেও বিচলিত নন।
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই সালমানের বিয়ে নিয়ে অনেকের মাথাব্যথা থাকলেও তিনি আছেন বাচ্চা-কাচ্চা নিয়ে। সম্ভব হলে বিয়ের ছাড়াই সন্তান নিতে চান। এ কথা আগেও বলেছিলেন। এবার আবারও বললেন।
ইন্ডিয়া টুডে জানায়, বিয়ে নয় বরং আগে সন্তান চান সালমান খান। সম্প্রতি দুবাইয়ে একটি জুয়েলারির শো রুম উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাই বললেন সাল্লু মিয়া। তিনি বলেন, ‘বিয়ের অনেক কাছাকাছি গেলেও তা আর হয়ে উঠছে না। খোদা খুবই দয়ালু। আমার বিশ্বাস খুব শিগগির এমন কিছু হবে। কিন্তু বিয়ের চেয়েও সন্তান আমার বেশী দরকার। বিয়ে ছাড়া যদি সন্তান নিতে পারতাম তাহলে মন্দ হতো না।’
যাই হোক, খুব শিগগিরই যেন এমন কিছু ঘটে— সে প্রত্যাশা সালমান ভক্তদের।