বিয়ে করতে রাজি না হওয়ায় ১৫০ নারীকে হত্যা করল আইএসআইএল !
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৪৮,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: তাকফিরি সন্ত্রাসীদের বিয়ে করতে রাজী না হওয়ায় ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে দেড়শ’ নারীকে নির্মমভাবে হত্যা করেছে আইএসআইএল| ইরাকের মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানান হয়েছে|
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে এ প্রদেশের আল-ওয়াফা শহর থেকে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়েছে|
এছাড়া, পলায়নরত অনেক পরিবারের শিশুরা মরুভূমিতে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে|
এতে বলা হয়েছে, তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে জীবন রক্ষার প্রচেষ্টায় অনেক পরিবার মরুভূমিতে আশ্রয় নিতে বাধ্য হলে অনেক শিশু মর্মান্তিকভাবে মারা যায়|
আইএসআইএল-এর সদস্যদের বিয়ে করার জন্য অনেক সুন্নি নারী সিরিয়ায় পাড়ি জমানোর মধ্য দিয়ে সেপ্টেম্বরে কথিত জিহাদ আন-নিকা বা যৌন জিহাদের বিষয়টি উন্মোচিত হয়|