নিউজ ডেস্ক:: বিয়ানীবাজার থেকে ৯৯০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মেওয়া গ্রামের সুপ্রিম কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করে।
আটক যুবক স্থানীয় দুবাগ গ্রামের মৃত মফুর আলীর ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।