বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পল্লবসহ ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১১:২৫:১৫,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
এ টি এম তুরাব, বিয়ানীবাজার: সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজার থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী আজ রবিবার সিলেট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক বেগম জেরিন সুলতানা কাছে তাদের পক্ষ থেকে আইনজীবি জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, বিয়ানীবাজার থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃত জি.আর ১৮০/২০১৪ ও ১৮১/২০১৪ মামলায় আদালতে হাজিরা দিতে আসেন আবুল কাশেম পল্লবসহ ৩৭ নেতাকর্মী। দীর্ঘ সময় শোনানী শেষে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দেন।।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগ নেতা গৌছ উদ্দিন, অজিত আর্চায্য, পুলক মালাকার, শামিম আহমদ, এমিল আহমদ, মাছুম আহমদ, বদরুল আলম, সাহেদ আহমদ, এম জি কাওসার, রমজান আলী, সিদ্দিক আহমদ, জাফর আহমদসহ ৩৭ নেতাকর্মীদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।