বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১:৩০:২২,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক ::
বিশ্বনাথে তুচ্ছ ঘচনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামের রজব আলী মংলা ও আব্দুল হোকিম গংদের মধ্যে এ ঘটনাটি ঘটে। সংঘর্ষে মধ্যস্ততাকারীসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এক পক্ষ কর্তৃক অপর পক্ষের ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
উভয় পক্ষের আহতরা হলেন- কাটলীপাড়া গ্রামের কলছুমা বেগম, সাজনা বেগম, আব্দুল মুমিন, আকবর আলী, নিজাম উদ্দিন, আব্দুল হেকিম, আবু সাঈদ, আলী আমজদ, মেহেরগুল বিবি, তাজ উদ্দিন, মধ্যস্ততাকারী এরশাদ মিয়া, আসিক আলী, হাছন আলী, আলিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিরনী বিতরনের সময় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় গ্রামের লোকজন ছুটে এসে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। শুক্রবার বিকেল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপোষ মিমাংসায় নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।