বিমান ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা!
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৪২,অপরাহ্ন ২১ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
বিমান ভাড়ায় নতুন অফার দিচ্ছে এয়ার এশিয়া। এই সংস্থায় যুক্ত হচ্ছে একটি নতুন রুট। আর সেই রুট উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া হচ্ছে এই অফার। প্রতি কিলোমিটার এক টাকা হিসেবে ভাড়া ধার্য করা হচ্ছে এয়ার এশিয়ায়।
আগামী মাস থেকে চালু হচ্ছে নতুন রুট। এবার থেকে বেঙ্গলুরু থেকে বিশাখাপত্তনম পর্যন্ত বিমান চালানো হবে। বৃহস্পতিবার থেকে বুকিং শুরু হচ্ছে। ২৪ মে পর্যন্ত অফারটি পাওয়া যাবে। ১৮ জুন, ২০১৫ থেকে ২১ মে, ২০১৬-র মধ্যে এই অফারে ভ্রমণ করতে হবে। বেঙ্গালুরু থেকে বিশাখাপত্তনম পর্যন্ত ভাড়া হবে ১৪০০ টাকা।
এয়ার এশিয়ার তরফ থেকে আগেই জানানো হয়েছিল এয়ার এশিয়া এবার দিল্লির সঙ্গে বেঙ্গালুরু ও গুয়াহাটি থেকে গোয়া জুড়ে দেওয়া হবে। নয়াদিল্লি-গুয়াহাটির প্রথম বিমানের ভাড়া হবে ১৫০০ টাকা