বিমানের কেবিন ক্রুকে যৌন নির্যাতনের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:২৮,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক ::
বিমানের চিফ পার্সার নুরুজ্জামান রঞ্জু ও স্টুয়ার্ড অপুক মুমের সিনহার বিরুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে যৌন নির্যাতনের প্রমাণ পেয়েছে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর ফলে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন শাস্তি হিসেবে এদের দুইজনের পদাবনতি (ডিমোশন) করা হবে। তবে সর্বোচ শাস্তি চাকরিচ্যুতি।
সুত্র জানায়, গত জানুয়ারি মাসে লন্ডনের এক হোটেলে চিফ পার্সার নুরুজ্জামান রঞ্জু ও স্টুয়ার্ড অপুক মুমের সিনহা হোটেল কক্ষে বিমানের এক কেবিন ক্রুকে যৌন নির্যাতন করেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন দুই অভিযুক্ত। কিন্তু বিমানের গঠিত তদন্ত এই দু’জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পেয়েছে, যা এখন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেউডের হাতে।
এদিকে, অভিযোগ প্রমাণ হওয়ায় এই দুজনের বিরুদ্ধে বিমানের বিভাগীয় চার্জশিট গঠনের প্রস্তুতির নির্দেশ দিয়েছে কাউল হেউড। বিমানের নিয়মানুযায়ী অভিযুক্ত দু’জনকে আর ফ্লাইটে পাঠানো হবে না। তাদের গ্রাউন্ডেড করা হবে।
সূত্র আরও জানায়, নুরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল। কিন্তু চিফ পার্সার রিপোর্টের ওপরই নির্ভর করে একজন কেবিন ক্রু’র পারফরম্যান্স। যে কারণে চিফ পার্সারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না কোন কেবিন ক্রু। আর এই সুযোগ কাজে লাগিয়ে অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে এবার বিমানের শীর্ষ পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে শেষ রক্ষা হয়নি তার।