বিমানবালার গায়ে গরম পানি ছুড়ে মারলেন যাত্রী!
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:৪৮,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: শনিবার থাই এয়ার-এশিয়ার একটি বিমানে বিমানবালার গায়ে গরম পা্নি ছুড়ে মারলেন এক যাত্রী! যার জেরে মাঝ পথ থেকেই ব্যাংককে ফিরিয়ে আনা হয় বিমানটি।
থাই এয়ার-এশিয়ার এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার নানজিং এর উদ্দেশ্যে ব্যাংকক থেকে উড়াল দেয় বিমানটি। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবালাকে লক্ষ্য করে গরম পানি ছোড়ে এক চীনা যাত্রী। এই ঘটনায় আহত হন তিনি। বিমানের মধ্যেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন তার সহকর্মীরা। এমনকি ওই যাত্রী বিমানবালাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।
এই ঘটনার পরই বিমানের মুখ ঘুরিয়ে দেয় চালক। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে প্রকাশ করেছে চায়না ন্যাশনাল রেডিও। ভিডিওতে দেখা গেছে, গরম পানির সঙ্গে ওই বিমানকর্মীর দিকে নুডুলসও ছুড়ে মারা হচ্ছে।