বিমানবন্দর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:৩২:২১,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে শানু (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সোহবার জানান, সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রেন থামে বিমানবন্দর স্টেশনে। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় তাড়াহুড়া করে উঠতে গিয়ে আহত হন শানু। এ সময় তার হাত ও মাথা থেঁতলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢামেকে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
সোহরাব আরও বলেন, মৃত্যুর আগে জ্ঞান ফিরলে ওই ব্যক্তি নিজের নাম শানু এবং তার এক বোন উত্তরা থাকেন বলে জানান। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।