বিচারপতি রেজাউল হকের গ্রামের বাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:১৬,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ফেনীতে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজাউল হকের বাড়ীতে গত বুধবার রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিচারপতি কাজী রেজাউল হকের বাড়ী ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী বাজারের একটু উত্তরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অবস্থিত। ওই বাড়ীতে তখন কেউ ছিলেন না।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য মতে, গত বুধবার রাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজাউল হকের বাড়ীতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আগুনে বড়ীর সামনের অংশের রান্নাঘরের ছোট একটি অংশ পুড়ে গেছে এবং সেখানে আগুনের কালো দাগ রয়েছে।
গ্রামের মুদি দোকানী মনির আহম্মদ জানান, তিনি আজ সকালে বাড়ী থেকে ওই বিচারপতির বাড়ীর পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় পোড়া দাগ দেখতে পায়। বিষয়টি তিনি তখন গ্রামের অন্যদের জানায়।
খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, প্রায় ২০-২৫ বছরের পুরানো একটি বড় টিনশেড এল সাইজের বাড়ীর সামনের অংশে লাগোয়া রান্নাঘর। রান্নাঘরসহ মূল ঘরের চার পাশে কেরোসিন ছিটানোর দাগ ও গন্ধ রয়েছে। রান্নাঘরের পূর্ব পাশে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ঘরের ওই অংশে কিছুটা পুড়ে গেছে। এছাড়া ঘরের তিনটি জানালা ভাঙ্গা দেখা গেছে। দুর্বৃত্তরা জানালার ভেতর দিয়ে ঘরেও কেরোসিন ছিটিয়েছিল। কিন্তু রান্নাঘর থেকে আগুন বাড়ীর অন্য অংশে যায়নি।
বিচারপতি কাজী রেজাউল হকের চাচাতো ভাই কাজী মেহেদী মাহমুদ জানান, গত বছর ২৬ মার্চ একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি সপরিবারে সর্বশেষ বাড়ী আসেন। উনি বাড়ী এলে ২-১ দিন ওই বাড়ীতে থাকতেন। এছাড়া বাড়ীটি সারা বছর তালাবন্ধ থাকে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, এ ঘটনায় মামলা হবে, তদন্ত হবে। তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে তাদেরকে গ্রেফতার করে আইনের আমলে নেয়া হবে।