বিকেলে ইসিতে যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ৫:২৬:৪৭,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নাহ শাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন।
বুধবার বিকেল সাড়ে তিনটায় এ প্রতিনিধি দলআগাড় গাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশনে দেখা করতে যাবেন।
ঢাকা ও চট্রগ্রাম সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানাতে তারা নির্বাচন কমিশনে যাবেন বলে জানা গেছে। এর আগে ও শত নাগরিক কমিটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ ছয়টি দাবি করে আসছেন।
সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কায় বিএনপি। শুধু ঢাকা উত্তর-দক্ষিণ নয়, চট্টগ্রাম সিটিতেও নির্বাচনী পরিবেশ নিয়েও রয়েছে সংশয়। নির্বাচনে অংশ নেয়া নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় শঙ্কায় রয়েছে দলটিতে।