‘বিএনপি ২১ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাট করেছে’
প্রকাশিত হয়েছে : ১২:২১:৪৯,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
পরিকল্পনা মন্ত্রণালয়ের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাতক-দোয়ারার সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, স্বাধীনতার পর ছাতক-দোয়ারায় উচ্চ বিদ্যালয় ছিল ১৭টি আর কলেজ ছিল ৪টি। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ এলাকায় উচ্চ বিদ্যালয় হয়েছে ৭৪টি আর কলেজ হয়েছে ১৩টি। সবই হয়েছে শেখ হাসিনার সরকারের আমলে।
তিনি আরো বলেন, বিএনপি ২১ বছর ক্ষমতায় থেকে লুটপাট করেছে। আওয়ামী লীগ যতোবার ক্ষমতায় গিয়েছে, ততোবার দেশের উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়ন চায়। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা। স্বাধীনতার পর ২১ বছরে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী উন্নয়নের জোয়ার বইছে।
মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুরস্থ হাফিজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয়ে জামাল উদ্দিন মকসুদ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ চৌধুরী শাহজাহান ও মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও মন্ডলপুর জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন মকসুদ, ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিল্পপতি গিয়াস মিয়া, মুক্তিযোদ্ধা শিল্পপতি আব্দুল মুকিত।
বক্তব্য রাখেন গোবিন্ধগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক মহি উদ্দিন, ফরিদ উদ্দিন, আশিক মিয়া, জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মানিক মিয়া, সাদেক হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জগদীশ চন্দ্র দত্ত, আসলাম আলী, শামসুর রহমান, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, জহিরুল হক, মাওলানা ফিরোজ আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, এনামুল হক, আখল মিয়া, মামুন মিয়া, লাল মিয়া, সিরাজ মিয়া প্রমুখ।