বিএনপির ১০ কর্মীকে আটক করেছে মানিকগঞ্জ পুলিশ
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:১০,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে জেলার মানিকগঞ্জ সদর, সিংগাইর, ঘিওর এবং শিবালয় উপজেলা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার ছানোয়ার হোসেন, জুয়েল ও আব্দুর রহমান, সিংগাইর উপজেলার সাইফুল, আনোয়ার ও আব্দুল আওয়াল, ঘিওর উপজেলার স্বপন এবং শিবালয় উপজেলার মিজানুর, আলাউদ্দিন ও নজরুল।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন।