বিএনপির মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৩:২৩:৫৫,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির যুগ্ম-মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার রাত থেকে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এক বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে সালাউদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তার সাথে কোন যোগাযোগ করা যাচ্ছে না। তবে মহানগর পুলিশের ডিসি মিডিয়া মাসুদুর রহমান জানান, পুলিশ সালাহ উদ্দিনকে আটক করেনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান যুগান্তরকে জানান, গত রাত থেকে গুলশান কার্যালয়ের সাথে তার কোনো ধরনের যোগাযোগ নেই। এদিকে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, আমরা আশঙ্কা করছি, তাকে আটক করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার হওয়ার পর থেকে সালাহ উদ্দিন নিয়মিতই দলের পক্ষে বিবৃতি দিতেন এবং কর্মসূচি ঘোষণা করতেন।
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায়ও সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে হরতালের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি বিবৃতি পাঠান। বুধবার কোন বিবৃতি পাওয়া যায়নি।
অন্য একটি সূত্র জানায়, রুহুল কবির রিজভী আটক হবার পর সালাউদ্দিন আহমেদ নিয়মিত বিবৃতি পাঠাতেন। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সালাউদ্দিনের অবস্থান জানার জন্য বেশ কিছুদিন যাবত অভিযান শুরু করেন। ঢাকা ছাড়াও চট্টগ্রামে সালাউদ্দিনের খোজে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশ তাকে আটকের খবর অস্বীকার করায় সালাউদ্দিনের নিখোজ বিষয়টি রহস্যের জন্ম দিয়েছে। সূত্র-যুগান্তর