বাসায় ফিরেই স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৩০,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টায় তার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
স্থায়ী কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়টি আজকের বৈঠকে চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পানা নিয়েও আলোচনা হবে।
এদিকে বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউ এম বদরুদোজ্জা চৌধুরী রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। ওইসময় তিনি ঢাকা উত্তরে মেয়র পদে মাহী বি চৌধুরীর পক্ষে সমর্থন চাইবেন খালেদা জিয়ার কাছে।