বাগবাড়িতে গ্রেফতার কাউছারকে জেল হাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ৫:৫২:৫৪,অপরাহ্ন ১০ জুন ২০১৫
নিউজ ডেস্ক ::
নগরীর বাগবাড়ি এলাকায় প্রবাসীর বাসার তত্ত্বাবধায়ক মুহিবুর রহমান হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী কাউছারকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ গ্রেফতারকৃত কাউছারকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ধৃত কাউছার নগরীর বাগবাড়ি ৪৩ নং ভার্থখলা এলাকার আব্দুস শহীদের পুত্র।
গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগের রাতে মুহিবুরের পুত্র সাইদুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং-৮ (০৮-০৬-১৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল হক মাসুম জানান, মঙ্গলবার কাউছারকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে। মামলার মুল রহস্য উদঘাটনের জন্য তাকে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় বলে জানান তিনি।
উল্লেখ্য,নগরীর বাগবাড়ী এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলা উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত পৌনে ৮টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে প্রায় পৌনে ১ ঘণ্টা সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে মুহিবুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে রোববার রাত সাড়ে ১২টায় মুহিবুর রহমানের (৫০) মৃত্যু হয়।