বাগদানের পর আরিফিন শুভ
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:২৩,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ওপরের ছবিতে আরিফিন শুভর সঙ্গে অর্পিতা। জনপ্রিয় এই অভিনেতার জীবনসঙ্গী হতে যাচ্ছেন ওপার বাংলার এই মেয়েটি। ৪ ফেব্রুয়ারি কলকাতায় ঘরোয়া পরিসরে তাদের বাগদান হয়েছে। এরপরই একফ্রেমে বন্দি হন দু’জনে।
তিনি বলেন, ‘বিয়ের খবরটা এখন তো সবাই জানে। ভক্ত, দর্শক ও পাঠকদের কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি।
জানা গেছে, হবু কনেকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শুভ। পরদিনই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে জড়াবেন তারা।
কলকাতায় বেড়ে ওঠা অর্পিতা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছেন। শুভ ঢাকা ফিরেই প্রাণ আপের নতুন বিজ্ঞাপনের বাকি কাজ এবং আশিকুর রহমান ও মনতাজুর রহমান আকবরের পরিচালনায় পৃথক দুটি ছবির কাজ শুরু করবেন। তার অভিনীত ‘ওয়ার্নিং’ (মাহি) এবং ‘ছুঁয়ে দিলে মন’ (মম) ছবি দুটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।