বাংলা একাডেমিতে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:১৮:৫০,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
শুরু হলো ভাঙালির প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা-১০১৫। আজ রবিবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন ঘোষণা করেন। পরে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বইমেলা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমী প্রাঙ্গনের বাইরে রাস্তার দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।
জাতীয় সঙ্গীতের মাধম্যমে শুরু হয় উদ্বোধনীয় আনুষ্ঠানিকতা এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা মেলার উদ্বোধন ঘোষণা করেন।
বাংলা একাডেমী প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ৫০০টি স্টলের সমন্নয়ে ৩৫০ টি প্রকাশনী নিয়ে ফেব্রুয়ারি মাসব্যাপী চলবে এই মেলে। ১১টি প্যাভিলিয়নে শতাদিক প্রকাশনী রয়েছে একাডেমী প্রাঙ্গনে।
এবারের মেলায় অনেক প্রকাশনী তথ্য প্রযুক্তির যুগে তরুণদের আগ্রহকে সামনে এনে সফটওয়ার বই নিয়ে এসেছে। ক্রেতারা সফ্ট কপি নিয়ে এন্ড্রয়েড মোবাইলে এডবি রিডারের মাধ্যমে পড়তে পারবে। বইয়ের সফট কপির সর্বস্বত্ত প্রকাশনী কর্তৃক সংরক্ষিত থাকবে। এরকম একটি প্রকাশনী চড়ুই ডট কম ও বই পোকা ডট কম। মেলায় শিশুদের জন্যও রাখা হয়েছে বিনোদনের ব্যাবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা একাডেমির সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।