বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল মার্কেটিংয়ের খসড়া নীতিমালা জমা দেবে বেসিস
প্রকাশিত হয়েছে : ৫:০৩:৪০,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৯
নিউজ ডেস্ক:: ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি নীতিমালার খসড়া শিগগিরই বাংলাদেশ ব্যাংকে জমা দেবে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বেসিস বলছে, ডিজিটাল মার্কেটিং নীতিমালা ও ব্যবসার স্বার্থে আলাদা ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি প্রস্তাবনা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া হবে।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো নীতিমালায় নেই। অর্থ লেনদেনে ট্রাভেল কোটাও কম।
এ প্রসঙ্গে আলাপকালে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, ডিজিটাল মার্কেটিং থেকে বর্তমানে সরকার ৫ কোটি টাকার মতো রাজস্ব পাচ্ছে। কিন্তু আমাদের মতে এটি ৩০০ থেকে ৪০০ কোটি টাকা হওয়া উচিত। বিকল্প ক্রেডিট কার্ড ও নীতিমালা তৈরি হলে সরকারের রাজস্ব বাড়বে এবং অর্থের লেনদেনও হবে বৈধভাবে।