বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে গুগল ডুডল
প্রকাশিত হয়েছে : ১০:১৫:১০,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৫
অনলাইন ডেস্ক:: আজ সকাল ৯.৩০ মিনিটে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। আর এই ক্রিকেট ম্যাচটি নিয়ে যেন উত্তেজনার শেষ নেই ক্রিকেট ভক্তদের মধ্যে। তবে এই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করতে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।
ডুডলটিতে একজন ব্যাটসম্যানের বিভিন্ন শটের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ এবং ভারতের পতাকা।
উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ উপলক্ষ্যেও একটি ডুডল প্রকাশ করেছিল গুগল।