বাংলাদেশ পুলিশের নতুন আইজি শহিদুল হক
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৫৪,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন শহিদুল হক। এতোদিন তিনি ভারপ্রাপ্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার সকালে নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হয়। গতকালে রাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই নতুন দায়িত্ব অনুমোদন করেন। এর আগে সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসি।
শহিদুল হক এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এআইজি) পদে থেকেই এতোদিন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।