বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি
প্রকাশিত হয়েছে : ১:২১:৫১,অপরাহ্ন ২৭ মে ২০১৫
স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ সফরের জন্য ক্রিকেটের ৩ ফরমেটের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে আজকের অবস্থানে এনে দেয়ার জন্য বড় অবদান এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন।
তবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে রাখা হয়নি ভিলিয়ার্সকে। অন্যদিকে ওয়ানডেতে নেই ডেল স্টেইন। জুনের প্রথম দিকে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন ভিলিয়ার্স। এ কারণে পরিবার সময় দিবেন ভিলিয়ার্স। অন্যদিকে ওয়ান চলার সময় স্টেইন থাকবেন বিশ্রামে।
৫ জুলাই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা।
পরে ৭ জুলাই দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হবে দল দুটি।
১৫ জুলাই সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২১-২৫ জুলাই চট্টগ্রামের মাঠেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৩০ জুলাই-৩ আগস্ট এই দুই দেশের মধ্যে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।