বাংলাদেশ তার জন্য নিরাপদ নয় : সালাহ উদ্দিনের স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:০০:০৪,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সালাহ উদ্দিন আহমেদের জন্য নিজের দেশকে নিরাপদ মনে করছেন না তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। ‘তাকে আমি দেশে ফিরিয়ে নিতে পারব না।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গের এক সাক্ষাৎকারে বলছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
বাংলাদেশে গেলে কী অবস্থা হবে, জানেন না হাসিনা। অনিরাপত্তার পাশাপাশি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, স্বামী নিখোঁজ থাকবার সময় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পাননি। পাননি আইজিপিকে। সবমিলে দেশের ব্যাপারে ভরসা নেই তার। স্বামীকে নিয়ে তাই দিন কাটছে শঙ্কায়।
ভারতের আইন যদি অনুমোদন করে, তাহলে যতো শিগিগির সম্ভব স্বামীকে সিঙ্গাপুরে নিতে চান হাসিনা। বহু বছর ধরে যেখানে তার কার্ডিয়াক আর কিডনির সমস্যার চিকিৎসা নিতে হয়।
স্বামীর স্বাস্থ্যই এখন হাসিনার চিন্তার মূল কারণ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি আরও জানান, তার স্বামী খুবই অসুস্থ। তার হার্টে ৩টি সেন্ট পড়ানো রয়েছে বলেও জানিয়েছেন হাসিনা।
সালাহ উদ্দিনকে কেন সিঙ্গাপুরে নিতে চান, এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বলছি না ভারতে আমার স্বামীকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। তবে সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে ২০ বছর ধরে চিকিৎসা সেবা নিয়ে আসছেন আমার স্বামী। তারা রোগের ইতিহাসটা জানে।’