বাংলাদেশ-চীনের সম্পর্ক সহযোগিতাপূর্ণ : স্পিকার
প্রকাশিত হয়েছে : ১:৪৮:৪০,অপরাহ্ন ১২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ঐতিহাসিক এ সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনীতির সকল ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান।শুক্রবার চীনের ইউনান প্রদেশে ২৩তম চীন কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কমোডিটিজ মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আঞ্চলিক সহযোগিতা ছাড়া অর্থনৈতিক ও সামাজিক কোনও ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয় না। তিনি আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক তৈরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান। ইতিবাচক ও সহযোগিতামূলক এ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার উল্লেখ করেন, দুদেশ এ সম্পর্ক আগামী দিনে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
চীনের ভাইস প্রেসিডেন্ট লি উয়ানচাও, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।