বাংলাদেশে মোদির বক্তব্যের বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা
প্রকাশিত হয়েছে : ৩:২৮:৫২,অপরাহ্ন ১১ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পাকিস্তান উপদ্রব সৃষ্টি করছে এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়ে প্রতিনিয়ত ভারতকে বিপদে ফেলতে চাইছে’ এ মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করার পর এবার নিন্দা প্রস্তাব পাশ করলো পাকিস্তানের পার্লামেন্ট। এধরনের বক্তব্যকে ভারতের কর্তৃত্বপরায়ণ মনোভাবের প্রতিফলন উল্লেখ করে বৃহস্পতিবার সিনেটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ করা হয়।
সিনেট নেতা রাজা জাফারুল হক বলেন, ভারতের এ অমার্জিত আচরণ অগ্রহণযোগ্য এবং পাকিস্তান এধরনের কর্তৃত্বপূর্ণ চিন্তাধারা প্রত্যাখ্যান করে।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজি খলিলুল্লাহ ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। সেসময় তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারতের প্রধানমন্ত্রীর ‘উপদ্রব’ আখ্যা দেওয়াটা দুর্ভাগ্যজনক।’
তিনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানে ও সুপ্রতিবেশীসুলভ বজায় রাখায় বিশ্বাস করে।
বাংলাদেশ সফরে এসে গেল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক উন্মুক্ত বক্তৃতায় মোদি বলেন, ‘পাকিস্তান প্রতিনিয়ত ভারতের জন্য উপদ্রব সৃষ্টি করছে, সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ঘটনা ঘটিয়েই যাচ্ছে।’
একাত্তরের মুক্তিযুদ্ধের শেষে ভারতীয় বাহিনীর হাতে বন্দি ৯৩ হাজার পাকিস্তানি সেনাকে ফেরত দেওয়ার ঘটনা তুলে ধরে মোদি বলেন, ‘আমাদের যদি হিংস্র মানসিকতা থাকতো, তাহলে তখন কি সিদ্ধান্ত হত, তা বলা যায় না।’