বাংলাদেশে ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ লাখ
প্রকাশিত হয়েছে : ১:৫৫:২৩,অপরাহ্ন ২১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বিশ্বে প্রতি ৮শ শিশুর মধ্যে এক জন ডাউন সিনড্রোম শিশু জন্মগ্রহণ করে থাকে। সারা পৃথিবীতে প্রায় ৭০ লাখ ডাউন সিনড্রোম লোক রয়েছে। সে হিসেবে বাংলাদেশে ২ লাখ ডাউন সিনড্রোম ব্যক্তি বসবাস করছে।
আজ শনিবার বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০১৫ এর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সঠিক যত্ন, পুষ্টিকর খাবার, স্পিচ ও ল্যাংগুয়েজ এবং ফিজিক্যাল থেরাপি দিলে ডাউন সিনড্রোম শিশুরা অন্য স্বাভাবিক শিশুর মত পড়ালেখা করতে পারে। সচেতনতা ও ভালবাসা দিয়ে ডাউন সিনড্রোম শিশুদের সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, আমদা বাংলাদেশ ও কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার যৌথ উদ্যোগে ধানমন্ডিস্থ কার্ডিফ স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের এ দিবসের মূল শ্লোগান ‘আমার সুযোগ, আমার পছন্দ-পরিপূর্ণ উপভোগে চাই সমঅধিকার ও পরিবারের ভূমিকা’।
বক্তারা বলেন, এসব ব্যক্তিরা সমাজে অবহেলিত, অথচ তাঁদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। অনেক শিশুর পিতা মাতা জানেন না তার ডাউন সিনড্রোম সন্তানের সাথে কী ধরনের আচরণ করতে হবে, কীভাবে তাকে অন্যান্য সাধারণ মানুষের মত গড়ে তুলতে হবে। এখানে পরিবারের বিরাট ভূমিকা রয়েছে।
তারা বলেন, ডাউন সিনড্রোম কোন রোগ নয় বরং এটি শরীরের একটি জেনেটিক পার্থক্য (ভিন্নতার মাত্রা) এবং ক্রোমোজোমের একটি বিশেষ অবস্থা। এই লক্ষণ নিয়ে জন্ম নেয়া শিশুরা নির্বোধ নয়, বরং কিছুটা ভিন্ন রকম। মূলত: জন্মগত একটি ত্রুটির কারণে এসব শিশু জন্ম নেয়।
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেপারোস্কোপিক সার্জন ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ. নাঈম, বিশিষ্ট ব্যথা বিশেষজ্ঞ ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জোনাইদ শফিক, ডাউন সিনড্রোম প্যারেন্টস সাপোর্ট গ্রুপ অব বাংলাদেশের আহবায়ক সরদার. এ. রাজ্জাক, বাংলাদশে জাতীয় ফুটবল দলরে সাবকে অধনিায়ক আমনিুল হক, সুইড বাংলাদেশ ধানমন্ডি শাখার সভাপতি খায়রুল বাসার ও সাধারন সম্পাদক মো. মাহবুবুল মনির ।
এর আগে বিনা মূল্যে ডাউন সিনড্রোম শিশুদের স্বাস্থ্য পরামর্শ প্রদানসহ, অভিভাবকদের নিয়ে কর্মশালা, বর্নাঢ্য শোভাযাত্রা, সাইক্লিং, ভিডিও প্রদর্শনী, ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠিত হয়।