বাংলাদেশের রেকর্ডের জয়
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:৩৫,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
খেলাধুলা ডেস্ক ::
স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ৩১৯ রানের বিশাল লক্ষ্য পেরিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয় পেল বাংলাদেশ। ৬ উইকেটের এই জয়ে কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন আরেকটু উজ্জ্বল হল মাশরাফি-সাকিবদের।
৪৮ ওভার ১ বলে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩২২ রান। টার্গেট তাড়া করতে নেমে জস ডেভির করা দ্বিতীয় ওভারে ফিরে যান সৌম্য সরকার। ২৪তম ওভারে ৬২ রান করে ফিরে যান মাহমুদুল্লাহ। ইয়ান ওয়ার্ডলর বলে বোল্ড হয়ে তার বিদায়ে ভাঙে ১৩৯ রানের জুটি।
মুশফিকুর রহিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ফিরে যান তামিম ইকবাল। মাত্র ৫ রানের জন্য শতক করতে পারেননি তামিম। জস ডেভির বলে এলবিডব্লিউতে বিদায় নেন তিনি। ৪২ বলে ৬০ রান করেন মুশফিকুর রহিম। ৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। নেলসনের স্যাক্সটন ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে কাইল কোয়েটজারের শতকে ৮ উইকেটে ৩১৮ রান করে স্কটল্যান্ড।
শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে অধিনায়ক প্রেস্টন মমসেনের সঙ্গে কোয়েটজারের ১৪১ রানের জুটিতে বড় সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। ১৫৬ রানের দারুণ এক ইনিংস খেলে বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করেন ব্যাটসম্যান কোয়েটজার। তার ১৩৪ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৪টি ছক্কা। ৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ।