বাংলাদেশের বিপক্ষে নিজেকে প্রমানের জন্য মুখিয়ে আছেন ফাওয়াদ
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৪৭,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ বলেই আশায় বুক বাঁধার কথা ফাওয়াদ আলমের। প্রতিপক্ষ বাংলাদেশ এবং ভেন্যু মিরপুর যে আত্মবিশ্বাসের জ্বালানি জোগাচ্ছে এ পাকিস্তানি ব্যাটসম্যানকে! ওয়ানডে ক্যারিয়ারের ফাওয়াদের একমাত্র সেঞ্চুরিটি ঢাকাতেই, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ইনিংসটির আগে বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস। তবু নির্ভার থাকতে পারছেন না তিনি বিশ্বকাপে টাইগারদের দাপট দেখার পর। সতীর্থদের তাই সতর্কবার্তা পাঠানোর সঙ্গে জানিয়ে রাখলেন দলের দরকারে ছক্কাও হাঁকাতে পারেন তিনি।
সমালোচকদের মতে তিনি ধীরগতির ব্যাটসম্যান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে তাই বড় শট খেলার কথা আলাদা করে বললেন ফাওয়াদ, ‘দলের দরকারে আমি ছয়ও মারতে পারি।’ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার যন্ত্রণা ভুলে বাংলাদেশ সিরিজ দিয়ে নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা এই ব্যাটসম্যানের কাছে নিজের ব্যাটিংয়ের সংজ্ঞাটা এমন, ‘ছক্কা ও চারের পাশাপাশি এক ও দুই রানও বড় ভূমিকা রাখে ইনিংস লম্বা করার পথে। আমার প্রাথমিক কাজ হলো ইনিংস গড়া, আর সেটাই আমি সামনের সিরিজে করতে যাচ্ছি।’ ওয়ানডেতে অধিনায়ক থেকে অবসরের যাওয়া মিসবাহ-উল হকের দায়িত্বটাই কি তাহলে নিতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার!
মিসবাহ অবসরে যাওয়ায় বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হয়ে আসছেন আজহার আলী। নতুন অধিনায়ককে পূর্ণ সমর্থন দিতে সতীর্থদের প্রতি আহ্বান ফাওয়াদের, ‘আজহারকে আমাদের সমর্থন দিতে হবে। খেলোয়াড়দের ভালো পারফরমেন্স ছাড়া কোনো অধিনায়কই জিততে পারবে না সিরিজ। তা ছাড়া বাংলাদেশ এখন আবার মোটেও সহজ প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে ওরা দারুণ পারফর্ম করেছে।’
২০১৪ সালের অক্টোবরে ফাওয়াদ খেলেছেন শেষ ওয়ানডে। ঘরোয়া লিগে নিয়মিত রান পেলেও জাতীয় দলের জায়গা এখনো পাকা করতে পারেননি তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ব্যাটসম্যান পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ২৪ টি-টোয়েন্টি, ৩৫ ওয়ানডের সঙ্গে ৩টি পাঁচ দিনের ম্যাচ।
সূত্র: দ্য ডন