বাংলাদেশের দাবি মেনে নিয়েছে আইসিসি
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৫২,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপে বাংলাদেশ এখন আর দুর্বল ক্রিকেট খেলুড়ে দেশ নয়। ক্রিকেট বিশ্লেষকদের ধারনা বিশ্বকাপে বাংলাদেশ যে কোনো দেশকে তুলোধূনা করতে পারে।
বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয়ে এ শুভ উপলব্ধির উদয় হয়েছে তাদের। স্কটল্যান্ডের সাথে বড় ব্যবধানে জয়ের পর আইসিসির কাছে গুরুত্বপূর্ণ বিষয়ে একটি দাবি জানিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে আহত এনামুলের পরিবর্তে ইমরুল কায়েসকে দলে নেয়ার বিষয়ে আবেদন করে। আইসিসি এ বিষয়টি আমলে নেয়। শুক্রবার আহত এনামুলের পরিবর্তে ইমরুলকে খেলার অনুমতি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থাটি।
স্যাক্সটন ওভালে টাইগারদের ফিল্ডিংয়ের সময় ৩১তম ওভারে সীমানায় ঝাঁপিয়ে একটি বল ঠেকানোর পরপরই কাঁধ চেপে ব্যথায় ককিয়ে ওঠেন এনামুল।
তখন সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে রিপোর্ট দেখে ডাক্তাররা জানান, তার ডান কাঁধের হাড় সরে গেছে। অনেকেই বলছেন হয়তো ২০১৫ বিশ্বকাপে আর মাঠে দেখা যাবে না এনামুল হককে।
আইসিসির অনুমতি মেলায় এনামুলের যায়গায় এখন ইমরুলের খেলার কথা রয়েছে। ৫৩টি ওয়ানডে খেলা ইমরুল বিশ্বকাপে একরকম সফল ক্রিকেটার। এ টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ৩৭.৬০।
বিশ্বকাপে তার বড় সাফল্য ২০১১ বিশ্বকাপে। সেবার ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেরা হন ইমরুল কায়েস।