বাংলাদেশকে চমকে দিলো দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত হয়েছে : ১০:৫০:১৪,অপরাহ্ন ২৭ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
আগামী ৭ জুন বাংলাদেশে আসছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। তার জন্য বাংলাদেশ ক্রিকেট দলই এখনও ঘোষণা করা হয় নি। আর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে আগামী জুলাই। অথচ, তার দেড় মাস আগেই দুই টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও এক টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
টেস্ট স্কোয়াড: হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রিজা হেনড্রিক্স, ফ্যাফ ডু প্লেসিস, স্টিয়ান ভ্যান জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন ফ্যাঙ্গিসো, সাইমন হার্মার, টেম্বা বামুনা, ক্যাগিসো রাবাদা, ডেন ভিলাস।
ওয়ানডে স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাইল অ্যাবোট, ক্যাগিসো রাবাদা, অ্যারন ফ্যাঙ্গিসো, ওয়েন পার্নেল এবং রায়ান ম্যাকলারেন।
টি-টোয়েন্টি স্কোয়াড: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেভিড উইসে, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ক্যাগিসো রাবাদা, অ্যারন ফ্যাঙ্গিসো, এডি লেই, ওয়েন পার্নেল, বেউরান হেন্ড্রিকস।