বাংলাদেশকে অনুসরণ করতে চায় পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:০৩,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তার দেশ অনেক বিষয়ে বাংলাদেশকে অনুসরণ করতে পারে। পাকিস্তানের হাইকশিমনার আজ বৃহস্পতিবার এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে একথা বলেন। খবর বাসস’র।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামিম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে উল্লেখযোগ্য উন্নয়ন, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বৈঠকে সুজা আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাইকমিশনারের মাধ্যমে নওয়াজকে শুভেচ্ছা জানান। এ ছাড়া পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সুজা।
বৈঠকে দারিদ্র্যকে এ অঞ্চলের প্রধান শত্রু উল্লেখ করে তা বিমোচনে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রেস সচিব একেএম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।