বাঁচতে চাইলে ইলিশে ভোট দিন —মেয়র প্রার্থী খোকন
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৪৬,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
শান্তিতে থাকতে চাইলে এবং বিএনপির সহিংসতা থেকে বাঁচতে হলে ইলিশ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাঈদ খোকন। বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে প্রচারে গিয়ে আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী এসব কথা বলেন। খোকন বলেন, ‘বিএনপির প্রার্থী জয়ী হলে গত তিনমাসের মত বীভৎস পরিস্থিতির দিকে ঠেলে দেবে বাংলাদেশকে। আমরা শান্তিতে থাকতে পারবো না।’
‘ক্ষমতায় কে গেল, না গেল পরের কথা। আগে তো বাঁচতে হবে! বিএনপি সরকার হটাতে চায়। তাদের প্রার্থী জয়ী হলে সারাদেশে আবারও মৌলবাদ শুরু হবে। বীভৎস পরিস্থিতির দিকে যাবে দেশ। বাঁচতে চাইলে ইলিশ প্রতীকে একটা করে ভোট দেন।’ মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন।
তিনি বলেন, ‘নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই ঢাকা। বিশেষ করে এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট। আমার বাবা এ সমস্যার অনেকটা সমাধান করেছেন। তিনি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে থাকবো। ইলিশ প্রতীকে ভোট দিলে ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।’
ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে দলের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক সানজিদা খানম, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির বক্তব্য দেন।