বরিশালে বিক্ষিপ্ত পিকেটিং
প্রকাশিত হয়েছে : ৭:৩১:৩০,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন বরিশালে প্রভাব পড়েনি। তবে সকালে দুটি স্থানে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
হরতালের সমর্থনে রোববার সকাল সাড়ে ৬টায় নগরীর জিয়া সড়কে পেট্রোল ঢেলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সকাল সাড়ে ৭টায় বারুজ্যের হাটে পিকেটিং করেছে ছাত্রশিবির। বেলা বাড়ার পর আর কোন স্থানে পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলছে। রূপাতলীর অভ্যন্তরীণ ১৮টি রুটেই সকাল থেকে গাড়ি চলছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন চলছে নগরীতে। দূরপাল্লার গাড়িও ছাড়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক সমিতি।
এদিকে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় সাত শতাধিক পুলিশের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান।