বরিশালের মঠবাড়িয়ায় গৃহবধূর একই সাথে তিন পুত্র সন্তানের প্রসব
প্রকাশিত হয়েছে : ১২:১৯:৩৭,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: উপজেলার ধূপতি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের স্ত্রী হনুফা বেগম (৩০) শুক্রবার রাতে ৩ সস্তান প্রসব করেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাগেছে, গৃহবধূ হনুফা শুক্রবার দুপুর তিনটার দিকে ধূপতি গ্রামের বাড়িতে স্বাভাবিকভাবে একটি ছেলে সস্তান প্রসব করে। পরে ওই গৃহবধূর আবারো প্রসব বেদনা শুরু হলে তাকে মঠবাড়িয়া পৌর শহরের কুয়েত প্রবাসী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত দশটার দিকে স্বাভাবিকভাবে আরো ১টি পুত্র সন্তান এবং রাত সাড়ে দশটার দিকে আরো একটি পুত্র সন্তান প্রসব করে।
হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত জাহান সাথী জানান, বর্তমানে মা ও নবজাতক তিনটি শিশু সন্তানই সুস্থ্য রয়েছে। শনিবার দুপুরে মা ও তিন নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।
এদিকে ওই গৃহবধূর এর পূর্বে আরো ৩টি কন্যা সন্তান রয়েছে বলে জানাগেছে।