বদরগঞ্জে উন্তাবিল রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৬:১৯:০৮,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রংপুরের বদরগঞ্জে ভূমিদস্যুদের হাত থেকে উন্তাবিল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এছাড়াও মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদাণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের জামুবাড়ি এলাকার কয়েকশ’ নারী-পুরুষ উন্তাবিলের পাড়ে ওই মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক রায়হান গোলাম কবীর, সমাজসেবী নজরুল ইসলাম, তাজিবুল ইসলাম, আবু হানিফ, মাসুদ প্রমুখ। মানববন্ধন শেষে এলাকার লোকজন উন্তাবিল অবৈধ দখলের প্রতিবাদে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শণ করে। পরে তারা ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদাণ করেন। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন এবং উন্তাবিল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য উপজেলায় যে ক’টি জলাশয় রয়েছে তার মধ্যে উন্তাবিল অন্যতম। ওই বিলের আয়তন ৭৪একর। ওই এলাকার কয়েকশ’ মানুষের জীবিকার একমাত্র মাধ্যম ওই উন্তাবিল। লোকজন ওই বিলে মৎস আহরণের পাশাপাশি শুকনো মওসুমে চাষাবাদ করে থাকেন। স¤প্রতি নীলফামারির সৈয়দপুরের বিহারী কলোনীতে বসবাসকারি অবাঙ্গালি বিহারী মোজাফ্ফারুল হাসান খাঁন ও নাসিম আহমেদ খাঁন নামে দু’ভাই উন্তাবিলের ৬একর সম্পত্তি নিজেদের দাবি করে আদালতে মামলা দেন। সরকারি কৌসুলীরা মামলা মোকাবেলা নাকরায় আদালত একতরফাভাবে ওই দু’ভাইয়ের পক্ষে রায় প্রদাণ করলে তাদের সাথে যোগ দেন স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা। মঙ্গলবার (২৩ডিসেম্বর) এলাকার চিহ্নিত চোর-ডাকাতকে সাথে নিয়ে ভূমিদস্যুরা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে উন্তাবিল দখলে নেয়। এসময় এলাকার সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বুধবার সকালে এলাকার লোকজন একজোট হয়ে উন্তাবিল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণের পাশাপাশি ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদাণ করেন।