বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার্সের প্রধান কোচ হার্শেল গিবস
প্রকাশিত হয়েছে : ১:৪০:১২,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯
স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো হার্শেল গিবসকে এবার দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএলে। সিলেট থান্ডার্সের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। সিলেট ফ্র্যাঞ্চাইজির পরিচালক তানজিল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কারণে ডিসেম্বরের ৮ তারিখে বাংলাদেশে আসবেন গিবস। কোচ হিসেবে কাজ শুরু করবেন একদিন পর থেকেই। এর আগে বেশ কিছু টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও ইউরো টি-টোয়েন্টি লিগে বেশ সফলতার সঙ্গে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে কখনোই তেমন একটা সাফল্যের মুখ দেখেনি। খাতাকলমে এবারের দলটাও খুব শক্ত না। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দলীয় বন্ধন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই দিকটার ওপরেই বেশি জোর দিতে পারেন গিবস। এতে টাইগারদের সাবেক কোচ সারওয়ার ইমরান দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
১১ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।