বইছে ‘দ্য ইন্টারভিউ’ ঝড়
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:১১,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক:: ডিজিটাল মুভি ডিস্ট্রিবিউশনে মনে রাখার মতো এক মুহূর্তের সৃষ্টি হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত সনি পিকচার্সের আলোচিত-সমালোচিত ছায়াছবি ‘দ্য ইন্টারভিউ’-এর সুবাদে। মুক্তির চারদিনের মাথায় ছবিটির অনলাইনেই বিক্রি হয়েছে ১৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১শ’ ২০ কোটি টাকা।
কমেডি ধাঁচের এই ছবিতে উত্তর কোরিয়ার নেতা কিম জঙ-উনকে দেখানো হয়েছে দেশটির একজন ‘নিরর্থক ভাঁড়’ নেতা হিসেবে উপস্থাপণ করা হয়েছে। এর প্রতিবাদে উত্তর কোরিয়ার হ্যাকাররা হ্যাক বসে সনি পিকচার্সের ওয়েবসাইট। সেই সাথে মার্কিন প্রেসিডন্টে বারাক ওবামাকেও কটূক্তি করে বসে দেশটির আন্দোলনরত জনতা। এরপরই দু’দফায় উত্তর কোরিয়ার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়।
রোববার এক বিবৃতিতে সনি জানায়, বুধবার পর্যন্ত ছবিটি অনলাইনে বিক্রি এবং ভাড়া হয়েছে মোট ২ মিলিয়ন বার। প্রসঙ্গত, ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি পায় শনিবার।