ফেসবুক- টুইটারে জঙ্গি কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১১:০৫:১১,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জঙ্গি তৎপরতা ও অর্থের উৎস খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে ‘জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত্র বিশেষ কমিটি’র বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিন থেকে জেঙ্গি উষ্কানিসহ জঙ্গি অর্থায়নে সামাজিক সংগঠন ভেতরে ভেতরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আধুনিক ব্যবস্থা হিসেবে ফেসবুক ও টুইটারে জঙ্গিরা সক্রিয় ভূমিকা পালন করছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার ধারবাহিকভাবে জঙ্গি প্রতিরোধ ও প্রতিকারে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত্র বিশেষ কমিটি’র বৈঠকে জঙ্গিদের অর্থের উৎস খুঁজে দেখাসহ নানা উপায়ে জঙ্গি তৎপরতা থেকে ফিরিয়ে আনতে আলোচনা করা হয়েছে। মোটিভেশন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মাদ্রাসা কারিকুলামে পরিবর্তন এনে পাঠ্যসূচিতে শিক্ষার্থীদের মোটিভেশনের বিষয় সন্নিবেশিত করা হবে। এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন নিয়ে গোয়েন্দারা কাজ করছে। দেশব্যাপী জঙ্গিদের তৎপরতা চলছে কিনা তা গোয়েন্দারা দেখছে। গোয়েন্দা বিভাগ ভাল কাজ করছে। জঙ্গি বর্তমানে নিয়ন্ত্রিত।