ফেসবুকে প্রায় এক চতুর্থাংশ নকল পণ্যের বিজ্ঞাপন
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৫৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: এক নতুন গবেষণায় জানা গেছে, প্রায় চব্বিশ শতাংশ ফেসবুকের বিজ্ঞাপন নকল পণ্যের। এক হাজারের ও বেশী ফেসবুক বিজ্ঞাপনের উপর জরিপ করে দেখা গেছে, প্রায় একচতুর্থাংশ বিজ্ঞাপন নকল।
সম্প্রতি দুটি সাইবার নিরাপত্তা পরিচালিত গবেষনায় এ বিষয়টি নিশ্চিত করেছে।
রে-বে সানগ্লাস, লুইস ভিট্টন ব্যাগ, রালফ লরেন পল সার্ট এমন বেশ কিছু নকল বিজ্ঞাপন জরিপে দেখা গেছে। গবেষকরা সতর্ক করে দিয়ে বলেন রিয়েল লুকিং ওয়েবসাইটের ফলে ফেসবুক ব্যবহারকারীরা মনে করে তারা সঠিক পণ্য কিনছে এবং প্রতারণার শিকার হয়।
তাই ফেসবুকে বিজ্ঞাপন দেখে পন্য কেনার ক্ষেত্রে ওয়েবসাইটগুলো ভালো করে যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।