ফেসবুকে প্রধানমন্ত্রীর ‘বিকৃত’ ছবি গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১২:৪১:২০,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে আতিক হাসান হানিফ নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নেত্রকোনা জেলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান জানান, ওই তরুণকে গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করার পর আজ শনিবার তাকে আদালতে হাজির করা হয়। তিনি আরও জানান, ফেসবুকে পোস্ট করা আতিক হাসান হানিফের ওই ছবিতে প্রধানমন্ত্রীর মাথার ছবির সাথে ‘অশালীন পোশাক পরা অন্য এক মহিলার দেহের ছবি জুড়ে দেয়া হয়েছে।’ ফেসবুকে পোস্ট করা ওই ছবিটি পুলিশের নজরে আসায় পুলিশ স্বত:প্রণোদিত হয়েই মামলা করেছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত ওই কর্মকর্তা।