ফেলানী হত্যার পুনর্বিচার ফের ৩ মাস পেছালো
প্রকাশিত হয়েছে : ৩:১১:৫২,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের কুচবিহারে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিশেষ আদালতে আবারও দ্বিতীয় দফা পেছালো ফেলানী হত্যা মামলার পুনর্বিচার। ৪ মাস মুলতবি থাকার পর গত ২৫ মার্চ বিচার কাজ ১ম দফা শুরু হলেও বিএসএফ-এর সহকারী আইনজীবী অসুস্থ থাকায় ৩০ জুন পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে কুড়িগ্রামের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন পিপি জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৫ মার্চ বিএসএফ-এর সিকিউরিটি ফোর্সের আদালতে বিচার কাজ শুরু হলেও সেখানকার পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় ১ম দফা বিচারিক কাজ মুলতবি ঘোষণা করা হয়। পরে ২৬ মার্চ আবার আদালত বসলেও তার অনুপস্থিতির কারণে কার্যক্রম অাগামী ৩০ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ৭ জানুয়ারি বিএসএফ সদস্য অমীয় ঘোষ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কিশোরী ফেলানীকে নৃশংসভাবে হত্যা করে। ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্বে সমালোচনার ঝড় ওঠে।